ছবি: সংগৃহীত
ঈদের নাটকের শুটিংয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মিডিয়া অঙ্গনের মানুষেরা। দম ফেলার সময় পাচ্ছেন না শিল্পীরা। বিশেষ করে তারকা শিল্পীদের একের পর নাটকের শুটিং করতে হচ্ছে। তবে সবাই শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও এই মুহূর্তে অভিনেত্রী সাবিলা নুর ব্যস্ত আছেন পড়াশোনা নিয়ে।
কারণ সামনে সাবিলার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এ ব্যাপারে সাবিলা বলেন, ‘ঈদের আগেই আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তাই লেখাপড়া নিয়ে ব্যস্ত। পরীক্ষার আগের এই সময়ে লেখাপড়ার চাপ তো থাকেই। আর আমি বেছে বেছে কাজ করি বলে সবসময় নাটকের কাজও থাকে না। যেহেতু ধারাবাহিক নাটকে অভিনয় কম করা হয়, ফলে বিশেষ দিবসের নাটকে আমাকে বেশি দেখা যায়।’
এছাড়া, ছাত্রী হিসেবে সাবিলা নূর কেমন? জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এক কথায় অসাধারণ [হাসি]। আসলে অভিনয় আর লেখাপড়া এই দুইয়ের প্রতি আমার ভালোবাসা ও ভালোলাগা রয়েছে। ফলে দুটিই আমার কাছে সমান গুরুত্ব পায়। তাই ছাত্রী হিসেবেও আমি বেশ ভালো। বিশ্বাস না হলে আমার ভার্সিটিতে খোঁজ নিয়েও দেখতে পারেন!’
উল্লেখ্য, গত রোজার ঈদে তিনি অভিনয় করেছিলেন ১০ নাটকে। আসছে ঈদুল আজহাতেও তাকে দেখা যাবে প্রায় ডজনখানেক নাটকে।