• নিজস্ব প্রতিবেদক
  • ১১ আগস্ট ২০১৯ ১৩:৪৩:১২
  • ১১ আগস্ট ২০১৯ ১৪:২৮:০০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দুঃখ প্রকাশ করলেন ওবায়দুল কাদের

ছবি : সংগৃহীত

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়া সামগ্রিক ঈদযাত্রা ছিল সস্তিদায়ক। এই পথে ঈদযাত্রায় যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে রাজধানীর সায়েদাবাদে ও জনপথ মো‌ড়ে ঈদযাত্রা নি‌য়ে আলাপকা‌লে গণমাধ্যম কর্মী‌দের এসব কথা ব‌লেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব‌লেন, চালক‌দের রং সাই‌ডে‌ গা‌ড়ি নি‌য়ে‌ প্রবে‌শের কারণে সড়কে যানজট হয়েছে।‌ দুপু‌রের পর টাঙ্গাইল মহাসড়‌কে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌বে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রেন।

উল্লেখ্য, অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া মনোভাবের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ৪০ কিলোমিটারে খুবই ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন। যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদেরা।

সংশ্লিষ্ট বিষয়

ওবায়দুল কাদের যানজট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1518 seconds.