• ২২ আগস্ট ২০১৯ ২২:১৯:১১
  • ২২ আগস্ট ২০১৯ ২২:৪৫:১১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামী'র কবিতা

যাতায়াত বিষয়ক


বায়েজিদ বোস্তামী :


বাইপাস 

শহরে ঢুকবার মুখে একটা গোল চক্কর। শহরের পিঠ ছুঁয়ে চলে গেছে বাইপাস সড়ক। কিছু দ্বীপ-দোকান, যাত্রী-ছাউনি, গাড়ি সারাইখানা। গাড়ির টায়ার ফেঁসে গেলে কিংবা ছোটোখাটো যান্ত্রিক ত্রুটি সারাবার সমূহ সুব্যবস্থা আছে। হালকা চা-নাশতাও মেলে। একটা তরুণ বট ঝুরি নামাচ্ছে। ঘনছায়া তার তলে। এখানে তুমি নামলে। জিরোলে। সারালে ফেঁসে যাওয়া টায়ার, গাড়ির বেয়াড়া কলকব্জা। তারপর শহরে ঢুকলে অথবা চলে গেলে আরও দূরের শহর অভিমুখে।

বাইপাসে কেউ থাকে না তো!

আমিও য্যানো কোথা যেতে চাই

কোথা য্যানো যাবো বলে
কোথা থেকে এসে এই বসে আছি 
ওয়েটিংরুমের সারি সারি 
সাজানো চেয়ারের একটিতে

আরও কেউ কেউ বসে আছে
বসে থেকেছে আগেও তারা
তাদেরও আগে বসে থেকেছে
আরও কতো কতো তারারা 
 
তারাও কোথা কোথা যেতে চেয়েছে
তারাও কোথা কোথা যেতে চায়
কোথা কোথা যেতে চেয়ে
আর কোথা কোথা চলে যায়

তাদের ভেতর ঢুকে পড়ে 
আমিও য্যানো কোথা যেতে চাই
আমিও য্যানো কোথা যেতে চেয়ে
কোথা চলে যেতেছি, চলে যাই

ফলাফল

বৃত্তের বাইরে বেরোতে চাইলাম। হাঁটতে শুরু করলাম পরিধির দিকে। তার ফলাফল এই: আমার হাঁটাতেই ক্রমশ বৃত্তের ব্যাসার্ধ বাড়তে থাকলো—দিনের পর দিন!

সংশ্লিষ্ট বিষয়

কবিতা বায়েজিদ বোস্তামী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1616 seconds.