ডিস্ট্যান্স
ধরো, আর কখনো দেখাই হলো না,
না-হওয়া বৃষ্টির অগ্রিম আবহাওয়া বার্তার মতো তুমিও মূলত নিস্ফল হলে।
সম্পর্কের ব্রিজ দুলিয়ে দিয়ে গেলো বায়ুহীন ঝড়
-যেন তোমাকে ছাড়াই আমাদের সমন্বিত পালকি পার করে ফেললো ব্যাক্তিগত গ্রাম।
ডাস্টবিন ছাড়া ভোরে তোমাকে মনে করে চিৎকার করে উঠলো কিছু কুৎসিত কাক অথবা ভাত শালিকের ঝাঁক
কিংবা শীতহীন সকালে ঘুঘুর ডাকে ঘুম ভাঙতেই দেখলাম ডায়াললিস্টে তোমার নাম্বার নেই।
তাতে কার কি আসলো গেলো?
গন্তব্য
সাপে কাটা একটি লাশের পাশে মৃত সাপটিকেও ফেলে রাখা হয়েছে। তার কাছাকাছি ছড়ানো জুঁই ফুল থেকে লোবানের সুঘ্রাণ বের হচ্ছে। বিপরীত দিক থেকে ভেসে আসে কাঁঠালচাঁপা। এখন লাশের সাপ আর সাপের লাশ পরস্পরের দিকে চোখ বুজে চেয়ে থাকে। তারা কিছু বলে অথবা বলে না, বললেও শোনা যায় না। কিছুক্ষণ পর দুজনকেই নদীতে ভাসিয়ে দেয়া হলো। মৃত সাপটি লাশটিকে জিজ্ঞাসা করলো আমরা কোথায় যাচ্ছি? লাশটি বললো 'নদীর গন্তব্য নির্ধারিত-সে সাগরের দিকে যায়; মানুষ জানে না, তাই সে যেতেও পারে না'।