ছবি : ক্রিকইনফো থেকে নেয়া
টেস্ট বিশ্বকাপ খেলতে নেমেই ক্যারিবীয় পেসে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানের মধ্যেই কোহলিসহ তিন টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। পরে অজিঙ্কা রাহানের ৮১ রানে ভর করে ৬ উইকেটে ২০৩ করে দিন পার করেছে ভারতীয়রা।
বৃহস্পতিবার রাতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। টস জিতে ফিল্ডিং নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।
ব্যাটিং করতে নেমেই মাত্র পাঁচ রানের মাথায় ভারতীয় ওপেনার মৈনাক আগারওয়ালকে প্যাভিলিয়নে ফেরান কেমার রোচ। আর মাত্র দুই রানের মাথায় চেতেশ্বর পূজারাকেও ফিরিয়ে দেন তিনি। আর দলীয় ২৫ রানের মাথায় অধিনায়ক কোহলিকে (৯ রান) ফিরিয়ে ক্যারিবীয়দের দানবীয় উল্লাসে মাতিয়ে তোলেন শ্যানন গ্যাব্রিয়েল।
এরপর ক্রিজে আসেন দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। ওপেনার লোকেল রাহুলকে নিয়ে ৬৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তারা। দলীয় ৯৩ রানে রাহুলকে (৪৪ রান) আউট করেন রোস্টন চেজ।
রাহুল ফিরে যাওয়ার পর হনুমা বিহারীকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন রাহানে। ৩২ রান করে দলীয় ১৭৫ রানে ফিরে যান বিহারীও। তিনিও রোচের শিকারে পরিণত হন। দলীয় সংগ্রহে আর মাত্র ১৪ রান যুক্ত করার পর রাহানেকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান শ্যানন গ্যাব্রিয়েল।
ম্যাচের ৬৯তম ওভারে যখন বৃষ্টি বাগড়া দেয়, তখন ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০৩। ঋষভ পন্থ অপরাজিত রয়েছেন ২০ রানে। তার সঙ্গী রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : প্রথম ইনিংস – প্রথম দিন শেষে ২০৩/৬ (৬৮.৫ ওভার) রাহানে ৮১, রাহুল ৪৪, বিহারী ৩২, রোচ ৩৪/৩, গ্যাব্রিয়েল ৪৯/২।
বাংলা/এসএ