• নিজস্ব প্রতিবেদক
  • ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৮:৩৯
  • ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৫:০২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

৩ নম্বর ফ্রি পাচ্ছেন ঢাবির ভর্তি পরীক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ নম্বর ফ্রি পাচ্ছেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্রে ছোট ভুলের খেসারত হিসেবে এই ৩ নম্বর দেয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী তোফায়েল আহমদ চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিয়েছি। ওই ছোট ভুলটির কারণে পরীক্ষার্থীরা ৩ নম্বর ফ্রি পাবেন।’

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্র ঘেঁটে দেখা গেছে, পদার্থবিজ্ঞান লিখিত অংশের প্রথম প্রশ্নের ইংরেজি অনুবাদে আদি বেগ দেওয়া থাকলেও বাংলায় সেটি ছিল না। বাংলায় প্রশ্নটি ছিল এ রকম: ‘সমবেগে চলন্ত ২ হাজার ৫০০ কেজি ভরের একটি গাড়ি মন্দনের ফলে ২ হাজার ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল ও থামার সময় নির্ণয় করো।’ এখানে কোনো আদি বেগ উল্লেখ না থাকলেও এর ইংরেজি অনুবাদে গাড়িটির সেকেন্ডে ৫০ মিটার আদি বেগের কথা বলা হয়েছে। প্রশ্নটির মান ছিল ৩ নম্বর।

ফলে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অনেকে আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, ছোট ভুলের কারণে উত্তর দিতে গিয়ে তাদের সময় নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1555 seconds.