ছবি : সংগৃহীত
ইমরান খানের স্ত্রী বুশরাকে নিয়ে নানা গল্প প্রচলিত আছে। তবে তিনি ইমরান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই এসব গল্পের ডালপালা জন্মায়।
এসব গল্পের মধ্যে একটি হল বুশরার কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সম্প্রতি তাকে নিয়ে আরেকটি গল্প বাজারে ছড়িয়েছে। ইমরান খানের স্ত্রীর ছবি আয়নায় ধরা পড়ে না! চাঞ্চল্যকর এ দাবি করেছে পাকিস্তানের ক্যাপিটাল টিভি।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক খবরে রবিবার (২৯ সেপ্টেম্বর) বলা হয়েছে, বুশরা বিবির ছবি আয়নায় দেখা যায় না। স্পষ্ট করে বলতে গেলে বুশরার ছবি আয়নায় ধরা পড়ে না। প্রধানমন্ত্রীর স্টাফদের কাছে থেকে এ খবর পেয়েছে ক্যাপিটাল টিভি।