ছবি : সংগৃহীত
বিশ্বাস
বিশ্বাসের ধ্বংসস্তুপ থেকে
বেড়িয়ে এলো প্রাক্তন পিতা
আর বিশ্বাস হারানোর পর
সতী মায়ের ভাবনায়ও ভর করে প্রচণ্ড বেশ্যা
সবচেয়ে প্রিয়জনের সাথে টালিখাতা নিয়ে বসতে হয় চৈত্রের ঠাটা পরা রোইদে
ঘিরে থাকা স্ব-সম্প্রদায় বর্শা মেলে ধরে বুক বরাবর
যেন এ বুকের প্রতিটি লোমকূপে
কোনোদিন মেলে নি তাদের লবণাক্ত বিস্বাদ
কপালে সেজদার দাগে অনুশোচনা হলে,
ওহে নাস্তিক! তুমি জানো না-
বিশ্বাস ভেঙ্গে গেলে
খসে পড়ে ঈশ্বর ।
আমল
আমার নিউরনের ভেতর একটি চাকু আমার হৃৎপিন্ড ছিন্ন বিচ্ছিন্ন করে। আমার চিন্তার ভেতর একটি খাঁচা আমাকে ফেলে রাখে সম্রাটের হেরেমে পালংকের কাছাকাছি। আমি শিখে নেই সমূহ সেক্সুয়াল পজিশন। পাখি হয়েও আমি ঘোড়া এবং কুকুরের ভূমিকায় অভিনয় করি। আমার কানের ভেতর খুৎবায় খতিব বর্ণনা করে পাখির আমলের কথা। তাশাহুদে মনে পরে তোমার গ্রীবা, আর সেজদায় স্তন। আমি দাঁড়াই খোদার সম্মুখে অথচ পিছনে তুমি। সালাম ফিরিয়েই তোমায় দেখা যাবে। এটি মূলত স্বপ্ন আমি যার ভেতর ঘুমিয়ে পরেছি। ঘুম থেকে জাগলেই আমাকে শিকার করবে শিকারী। আমার লোম, ছেড়া পাখনা পরে থাকবে পাখি পালকের চোখের জেনায়।