• ০৬ অক্টোবর ২০১৯ ২১:৫৮:৫৯
  • ০৬ অক্টোবর ২০১৯ ২১:৫৮:৫৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

হাসান জামিল এর দুইটি কবিতা

ছবি : সংগৃহীত

য়িদের কবিতা

হিউম্যান হলারে খোলা ট্রাকে
মুরগীর পিকাপে মুরগির মত
গরুর ট্রাকে গরুর মত
তাদের চোখে কি ডলে দেয়া হয়েছে
ফাড়া মরিচ, তাদের ঘুম নাই
রাস্তায় সস্তা বমি ও টক ঢেঁকুর
পড়ে থাকছে, মানুষের মতোই;
মানুষেরা ছুটছে, রোদ ফেড়ে
বিষ্টি ও ঠাডাকে উপেক্ষা করে

শহর তাদের রাখবে না
গ্রাম তাদের গছবে না

তাদের যাবার কোনো জায়গা নাই বলেই
উন্নয়নের মহাসড়কে তারা দিগ্বিদিক ছুটছে

তারা তাদের রিক্ত করে
তারা তাদের রক্ত করে
তারা তাদের মাড়িয়ে
লাশ ও ফুল
স্বাস্থ্য ও স্বাধীকার
অন্ন ও বস্ত্র
বস্তি ও অট্টালিকা
রেশন ও কাফন
নিয়ে ও ফেলে
এই গরিবের দল
কই যেন ছুটে চলেছে!

শহর তাদের রাখছে না
গ্রাম তাদের গছবে না।

জ্বর ও কাঁপনের পাশে

বিলাপ করতে করতে ছুটছে ট্রেন
শেষ বগিতে কাঁপন জ্বর ও শুশ্রূষা

কতিপয় বাদাম হাঁকের পাশে
এ-কুহক কবোষ্ণ জানলা
বিস্টির ছাঁট
দম্পতির হল্লা
কাঁপন কাঁপন
হ্যালো
'আমার ঘরে শনের বেড়া'
আমি ভিক্ষা
আমি সকরুণ

না না বলে শম্ভুগঞ্জে তবু থেমে থাকা
তোমার শরীর থেকে আসে পাটগন্ধ
এ-কুহক ঘোর তুমি ডাকো ডাকো
শেষ বগিতে জ্বর ও কাঁপনের পাশে

সংশ্লিষ্ট বিষয়

হাসান জামিল কবিতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1498 seconds.