ছবি : লেখক
ভিটামিন 'বি', কমপ্লেক্স
ইলিশ-রুইয়ের কল্লা রান্ধছে মায়ে
সেই কল্লায় রক্ত তো নাই রে
ওগো, সেই কল্লায় রক্তের দেখা নাই
আমরা কল্লা কাটা রক্ত দেখতে চাই
মা গো, কল্লা কাটা রক্ত চাখতে-চাটতে চাই
মায়ে কল্লা কেটে রক্ত ধুয়ে দিছে
ট্যাপের পানিত সেই রক্ত ড্রেনের মধ্যে যায়
ওই ড্রেনে না রক্ত দেখা যায়
ওগো, ওই ড্রেনে না রক্ত দেখা যায়
রক্ত মিশে ড্রেনের পানি নোংরা নোংরা লাগে
আমরা ইলিশ-রুইয়ের কল্লা কাটা রক্ত দেখতে চাই
মায়ে তরকারিতে লবণ-হলুদ দিছে
রক্তের রঙ আনতে মায়ে মরিচ গুঁড়া দিছে
ইলিশ-রুইয়ের কল্লা কাটা রক্ত তাতে নাই
তরকারি তাই হলুদ হলুদ লাগে
তরকারি তাই লবণ লবণ লাগে
তরকারিতে রক্তের স্বাদ নাই
ওগো, রক্তের লাল চ্যাটচ্যাটা ভাব তরকারিতে নাই
ও মা, ইলিশ রান্ধছো, রুইও রান্ধছো
ইলিশ-রুইয়ের কল্লা রাইন্ধা বেগুন দিছ তাতে
কল্লা কাটা রক্ত তুমি কবে রান্ধবা, মা?
তুমি রক্ত ধুইলা ট্যাপের পানিতে
ও মা, রক্ত ধুইলা ট্যাপের পানিতে
আমরা যে মা রক্ত দেখতে-চাখতে-চাটতে চাই
তুমি ইলিশ-রুইয়ের কল্লা রান্ধো বেগুন-মরিচ দিয়া
দুয়েক ফোটা রক্ত রাইখো, মা।