• নিজস্ব প্রতিবেদক
  • ০৬ এপ্রিল ২০১৭ ১১:২৩:৫৬
  • ০৬ এপ্রিল ২০১৭ ১১:২৩:৫৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ওয়ারীতে লা রিভের নতুন স্টোর উদ্বোধন

ছবি: সংগৃহিত

৫,০০০ স্কয়ার ফুট সুপ্রসস্থ পরিসরে নতুন স্টোর চালু করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ড লা রিভ। রাজধানী ঢাকার ওয়ারী এলাকায় রাঙ্কিন স্ট্রিটে সম্প্রতি চালু হওয়া এই স্টোর লা রিভ-এর ১৩ তম বিক্রয়কেন্দ্র।

লা রিভের নতুন স্টোরটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর–ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, মন্নুজান নার্গিস। তিনি বলেন, তারুণ্যের আগ্রহ ও ক্রমবর্ধমান গ্রাহক-ক্রেতাদের কেনাকাটা আরও সহজ এবং হাতের নাগালে নিয়ে আসতে নতুন এই শোরুম চালু করা হয়েছে।

মন্নুজান নার্গিস আরও বলেন, লা রিভের ওয়ারী আউটলেটে নারী, পুরুষ, শিশু ও নবজাতকদের জন্য পৃথক গ্যালারির পাশাপাশি ব্যাগ, ঘড়ি, বেল্ট ও অলংকারসহ আনুসাঙ্গিকের জন্যও রয়েছে বিস্তৃত প্রদর্শনী।

উল্লেখ্য, ২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ‘রিভ টেক্স লিমিটেড’ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। লা রিভের আউটলেট রয়েছে ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর-১, উত্তরা, ওয়ারী, বাসাবো, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে। এছাড়া পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধায় www.lerevecraze.com ওয়েবসাইট থেকে ঘরে বসেও কেনা যায় যেকোনো পণ্য।

সংশ্লিষ্ট বিষয়

লা রিভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1550 seconds.