ছবিঃ সংগৃহীত
অভিজ্ঞান
রাত জাগলে এখন আর কেউ বলে না : ঘুমিয়ে যা।
অভিজ্ঞতায় জেনেছি, চোখের বিরাম হলে সবুজে মেলে স্থৈর্য;
তেমনি পাখিরাও উড়ে আসে ঝাঁকে ঝাঁকে—স্থিতির লোভে, শীতের উপদ্রব থেকে বাঁচার নিমিত্তে।
যদিও পাহাড়ের তরাইজুড়ে মৃত্যু দাঁড়িয়ে থাকে তুরুকসওয়ারী হয়ে
আর সে নিয়ে আসে শৈত্যপ্রবাহ, আমরাও জেনে যাই : শীত বেড়ে গেলে শয্যাও পরিধেয় হয়ে ওঠে
ভ্রমণ বিষয়ক
অভিমানের ভাষা চ-বর্গীয়, দুনিয়া পাড়ি দেবার পথও তাই;
(ওর সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি,
ও মানে সে)
ট্রেনে ভ্রমণ করতে করতে এর কিছুটা জেনেছেন হাসান জামিল,—হয়তো অনেকটাই
সন্দেহ করছি, চিন্তা করছি; যেহেতু তার সঙ্গে দেখা হয় নাই—
নিশ্চয়তা দেয়া হবে বোকামি
আর তাছাড়া পুরুষ মূলত— স্বীকারে অনিচ্ছা সত্ত্বেও বলি— কর্মে ও করণে বহুগামী;
নারীরাও আজকাল কতো কি, সব জানি না, তাই বলি না; আমি কিছুটা বেকুব
ত-বর্গ প্রতিদানপ্রবণ, দাতা।
অভিমানহীন বাঁচি, দ্বিধায় থরোথরো
প্রেমিকা ক্ষেপে গিয়ে বলল: তোমার কবিতারে চু...
প্রতিউত্তর জানা নাই, বলেছি: ... দাও
তোমার যা ইচ্ছে করো
রাসেল, ট্রেন স্টেশনে পৌঁছলেই দেব তুমুল হুইসেল
—'তোমার স্টেশনরে চু...'
শাহানা ফেরদৌসি
সন্ধ্যা ঘনিয়ে এলে প্রিয় মুখটি মনে পড়ে— আম্মার
আমার তখন ঘরে ফেরার তাড়া
যথার্থ শুন্যতা বলে কিছু নেই, টিকটিকির ডাকের সঙ্গে ভাগ্যের মিল কিংবা কথার সত্যতা খুঁজে নাফরমান হতে চাই না
আপন মনটি সব সময় ভালো
কিছু কর্দম, ক্লেদ আর শ্লেষ্মা জমে থাকলে ভাবনায় ক্ষতি নেই
কেশে নিলেই পরিষ্কার হয়ে ওঠে শ্বাসনালি
আপাত মুগ্ধতার ভেতর ডেকে ওঠে কাক
আম্মা দরোজায় এসে দাঁড়ালে বদলায় চিন্তা, সেই সঙ্গে মুখের রেখাও পাল্টে যায়
আপন মনটি সব সময়ই ভালো
আম্মার দিকে তাকালে সেই কথা নতুন করে উপলব্ধি করি
রাতে তিনি একবার আমার রুমে এসে উঁকি দিয়ে যান
তার নামের মতো রাজকীয় জান্নাতে ভ্রমন করুন তিনি
—রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানিস সাগিরা