ছবি : সংগৃহীত
প্রতিবারের মতো এই শীতেও অতিথি পাখি আর পর্যটকদের আনাগোনা বাড়বে সমুদ্রকন্যা কক্সবাজারের সৈকতে। সেখানেই এবার বসবে নানা সংস্কৃতির মানুষের মিলনমেলা। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে বসতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক নৃত্য উৎসব 'ওশান ডান্স ফেস্টিভ্যাল - ২০১৯'।
আগামী ২২ থেকে ২৫ নভেম্বর কক্সবাজারের সৈকতে বসতে যাচ্ছে এই আন্তর্জাতিক নৃত্য উৎসব। বিশ্বব্যাপী নৃত্যশিল্পীদের সংগঠন দ্যা ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এশিয়া-প্যাসিফিকের বাংলাদেশ শাখা ( নৃত্যযোগ) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে 'ওশান ডান্স ফেস্টিভ্যাল বাংলাদেশ -২০১৯' নামের একটি দ্বি-বার্ষিক আন্তর্জাতিক নৃত্য উৎসব।
বাংলাদেশের সমুদ্র সৈকতের সৌন্দর্য সাথে সাংস্কৃতিক পর্যটনের মেলবন্ধন রচনা জন্যই এই আয়োজন। এশিয়ার ১৫ টি দেশ থেকে এই উৎসবে যোগ দেবেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক, গবেষক, কোরিওগ্রাফার।
বাংলাদেশের আয়োজনে জাতীয়ভাবে নির্বাচিত দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অন্যতম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ আগামী ২৩ নভেম্বর ওশান ডান্স ফেস্টিভ্যাল বাংলাদেশ- ২০১৯ অংশগ্রহণ করছেন। প্রতিদিন সন্ধ্যা ৫ থেকে ৭ টা পর্যন্ত পরিবেশনের নিয়ে আসবেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচিত শিল্পীরা। জাতীয়ভাবে নির্বাচিত শিল্পীদের পরিবেশনার মধ্যে থাকবে লোক নৃত্য, সমসাময়িক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, ও নৃত্যনাট্য।
এই উৎসবে সহযোগী হিসেবে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড, মাত্রা, চ্যানেল আই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।