• বিদেশ ডেস্ক
  • ০৮ ডিসেম্বর ২০১৯ ০৯:২৯:১৪
  • ০৮ ডিসেম্বর ২০১৯ ০৯:২৯:১৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সিডনির দিকে এগিয়ে আসছে ভয়াবহ দাবানল

ছবি : সংগৃহীত

ভয়াবহ আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ার দাবানল। ধীরে ধীরে এ দাবানল এগিয়ে আসছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নগরী সিডনির দিকে। বর্তমানে শহরটির ৫০-৬০ কিলোমিটার দূরে পুড়িয়ে চলেছে দাবানল। এতটাই ছড়িয়েছে এই দাবানল যে, দেশটির অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ ‘নেভানোর মতো নয়’ বলে জানিয়েছে।

দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলস রাজ্যের দাবানলগুলো সিডনির পাশে ১১৫০ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়েছে বলে গতকাল ৭ ডিসেম্বর, শনিবার জানিয়েছে বিবিসি।

ইতোমধ্যে হাজার হাজার বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। আর আক্রান্ত এলাকা থেকে যারা এখনো মালামাল রক্ষা করতে পারেননি তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

রাজ্যের ডেপুটি কমিশনার রোব রজার্স এবিসিকে বলেন, ‘আমরা এসব দাবানলের আগুন থামাতে পারছি না। পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত আগুন শুধু পুড়িয়েই যাবে।’

এদিকে নিজেদের আয়ত্তাধীন এলাকায় কোনো হতাহত না হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেছে সিডনির সাব ফায়ার স্টেশন ইঙ্গলেউডের এনএসডব্লিউ ৭৯ স্টেশন কর্তৃপক্ষ।

আগুনের একটি ভিডিও দিয়ে তাদের পোস্টে লেখা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখানে আমাদের কেউ আহত হয়নি। আমাদের কোন গাড়িও ক্ষতিগ্রস্ত হয়নি। এই ভিডিও দেয়া হয়েছে দাবানল সম্পর্কে সবাইতে সচেতন করার জন্য। কেননা আমরা সচেতন না হলে এর পরিণাম ভয়াবহ হতে পারে। আর সবচাইতে বড় শিক্ষা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে সময় থাকতে সেখান থেকে নির্দিষ্ট দূরত্বে চলে আসা উচিত।’

দাবানলে এ বছরের অক্টোবরের পর থেকে দেশটিতে ছয় জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে সাত শ’র বেশি ঘরবাড়ি। এই দাবানল সিডনি ছাড়াও কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায় ছড়িয়েছে।

বাংলা/এসএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1448 seconds.