ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হামলায় সাত সেনা কর্মকর্তা ও অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের অন্তত ৩১ জনই নারী। এসময় সেনাসদস্যদের পাল্টা আক্রমণে ৮০ জঙ্গিও নিহত হয় বলে দেশটির সরকারের বরাতে জানিয়েছে বিবিসি।
গতকাল ২৪ ডিসেম্বর, মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় সৌম প্রদেশের অরবিন্দায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে হতাহতের এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রোশ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর দুই দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
চলতি মাসের শুরুর দিকেই দেশটির একটি গির্জায় হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারান।
২০১৫ সালের পর থেকে দেশটি ইসলামী জঙ্গিদের হামলার পরিমাণ বেড়ে গেছে। দেশটির স্থানীয় ও প্রতিবেশী মালির জঙ্গিদের দৌরাত্ম্যে বুরকিনা ফাসোতে সম্প্রতি ভয়াবহ অশান্তি বিরাজ করছে। চলতি বছরই সংঘাতে কয়েক শতাধিক মানুষের প্রাণ গেছে। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।
বাংলা/এসএ