ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় সিডনির উত্তরাঞ্চলে বনে দাবানলের কারণে হাজার হাজার কোয়ালা মারা যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। ফলে দেশটিতে এই প্রাণীর সংখ্যা ব্যাপকভাবে কমে যেতে পারে বলে ধারণা করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-উত্তর উপকূলে ২৮ হাজারের বেশী কোয়ালা বাস করে। তবে এই অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে যে ভয়াবহ দাবানল দেখা গেছে তাতে কোয়ালার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।
শনিবার(২৮ ডিসেম্বর) তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে দেশটির উত্তরাঞ্চলে দাবানলের ঝুঁকি সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ক্যাঙ্গারুর মত কোয়ালাও অস্ট্রেলিয়ার নিজস্ব প্রাণী। অস্ট্রেলিয়ার জনগণের অত্যন্ত প্রিয় এই প্রাণীটি দাবানলের কারণে বাসস্থান হারিয়ে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
দেশটির পরিবেশমন্ত্রী সুসান লে জানান, কোয়ালার বাসস্থানের শতকরা ৩০ ভাগ ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দেয়া যাচ্ছে না। দাবানল যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখনই হিসেব করে প্রকৃত তথ্য বের করা হবে।
এদিকে দাবানলের কবলে পড়া কোয়ালাদের উদ্ধার করে পানি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে সমগ্র অস্ট্রেলিয়ায় দাবানলের কারণে ১২.৩৫ মিলিয়ন একর ভূমি পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় ৯ জন মানুষ প্রাণ হারিয়েছেনএবং ১ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
বাংলা/এফকে