ছবি : সংগৃহীত
স্বাচ্ছন্দে, উষ্ণতায় সময় কাটাতে প্রয়োজন আরামদায়ক শীত পোশাক। শীতকালে প্রতিটি মূহুর্তকে উষ্ণ রাখতে বিভিন্ন ডিজাইনের হুডি আর সোয়েটার এনেছে ক্যাটস আই। রঙ, কাপড়, ডিজাইন এবং প্যাটার্নে থাকছে বৈচিত্র্যতা।
ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, অযাচিত ভ্যালু এডিশন এড়িয়ে ক্যাটিং বৈচিত্র্যই বেশি পছন্দনীয় আউটগোয়িং ট্রেন্ডি তরুণদের কাছে। তাই ক্যাটস আই সোয়েটারের নেক লাইনে এনেছে নতুনত্ব। টার্টেল নেক ( কচ্ছপ গলা), শার্ট কলার বা গোল গলার সোয়েটার গুলো তারুণ্যের ফ্যাশনে আনবে গতি। শীত তাড়াতে ক্যাটস আইয়ের হুডি বা সোয়েটারগুলো ক্যাজুয়াল তবে মিলবে সাশ্রয়ী দামেও।
টেইলারিংয়ে মুন্সিয়ানা সাথে উন্নত কাপড় সবই মিলবে এক ছাদের নিচে প্রতিটি ক্যাটস আই স্টোরে। থাকছে নতুন পণ্যের নিয়মিত ছবিসহ আপডেট যা মিলবে ক্যাটস আই ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে। এছাড়া ঘরে বসেই পণ্য ডেলিভারি সুবিধাসহ ১০% মূল্যছাড়ে অনলাইন শপিং এর জন্য সার্চ করুন www.catseye.com.bd ঠিকানায়।