ছবি : সংগৃহীত
নতুন বছরে রত্নপাথরে বিশেষ ছাড় দিচ্ছে শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড। প্রাকৃতিক রত্নপাথর বিক্রয়ের নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটি বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকানে অবস্থিত। প্রতিষ্ঠানটি নতুন বছরের জানুয়ারি মাস জুড়েই রত্নপাথরে বিশেষ এই ছাড় ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন বছরে রত্নপাথরে বিশেষ ছাড় দেয়া হয়েছে। শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড নতুন এবং পুরনো সকল গ্রাহক, শুভানুধ্যায়ীদের জানাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেডের সঙ্গে সুসম্পর্ক হোক সবার।
জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী আরো বলেন, ২০২০ সাল হবে শুভ সম্ভাবনাময় এবং বিশেষ সাফল্য অর্জনের বছর। ৩১ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি গত কয়েক বছরের চেয়ে নতুন বছর হবে দেশ এবং দেশের মানুষের কল্যাণকর। আর ৩১ বছরের গবেষণা এবং পথচলা থেকে প্রাপ্ত অর্জনগুলোকে দিয়ে মানুষের জীবনকে সঠিক পথে চলার পরামর্শ এবং রত্নপাথর ও রাশির বিভিন্ন বিষয়াবলী উল্লেখপূর্বক প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। আমি শুধু নিজেই নয়, আমার বাবা মরহুম মো. আব্দুস সাত্তার দেওয়ান চিশতী ইসলামের আলোকে আলোকিত অতি উচ্চমানের একজন আধ্যাত্মিক সাধক ছিলেন।