মতিলাল বেপারী। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট মতিলাল বেপারী :
তীব্র শীতে কম্বল দেই যারা গরীব দুস্থ
শীতে ঠাণ্ডা, কাঁশিতে রক্ত খান্ডা হয়ে অসুস্থ
ঐ রাজ পথের পাশে যারা ভিখারী
বক্র বাধর্ক্যের অথর্ব যে বেচারী
দুহাত তুলে আঁকুতি তার চেষ্টা ভিক্ষার
যাই কম্বল দিয়ে সাহায্য করি না করে ধিক্কার।
ওরা সমাজের নিচে সবার পিছে
বেঁচে আছে পথচারীদের মাঝে জীবন মিছে
বড় অসহায় অভূক্ত প্রাণ, কঙ্কাল সার দেহ
ভিক্ষা ওদের পাওয়ার অধিকার শীতে কম্বল যদি না দেয় কেহ
প্রচণ্ড শীতে শীর্ণ দেহ জ্বড়সর হয়ে কাঁপে
জীর্ন বস্ত্রে জরানো তবুু বাঁচে নিজের দেহের উত্তাপে
খোদার সৃষ্টি ওরাও মানুষ দুস্থ্য অসহায় জাত।
কি রকম মানুষ গণ্য করি ভিক্ষুক বলে তফাৎ
কোন দুখিনীর মার সন্তান ছিল, আজ দুস্থ্য ভিখারী পথে
বেঁচে থাকার জন্য করুণ আর্তনাদ ভিক্ষা করে কোনমতে
বাঁচার তীব্র আকাংখা শীতে ঠাণ্ডা হাওয়া বয়
জীবন নিয়ে (বাঁচার জন্য) নিরন্ন উপবাসী কত যে কষ্ট সয়
দারিদ্র যাদের চিরসাথী, দয়া দাক্ষিনে জীবন
মোদের অনুকম্পা একমাত্র আশা না পেলে মৃত্যুবরণ
মানব সমাজের নিত্য বোঝা দাঁড়াতে পারে না মেরুদ- করে সোজা
ওরা নিস্ক্রিয় পঁঙ্গু অথর্বের জাত
অন্ধকারে অভিষপ্ত জীবন কাটায় শীতের রাত
আমরা যারা সমাজের উঁচু অর্থ সংগতি ভাড়ী
এগিয়ে যাইনা কম্বল নিয়ে যাতে শীতে বাঁচাতে পারি,
অর্থ-প্রতিপত্তি, অট্টালিকা সৌধ সবই পরে রবে
চিন্তা করি ওরাও মানুষ শীতে কষ্ট পায় একটা কম্বল দেই তবে
বড়নেতার প্রচারে কত জাকজমক অলিতে গলিতে সজ্জিত দামী পোস্টার ব্যানার
একটা কমিয়ে বিশটা কম্বল দেই ওদের, যাদের একটা ক্ষমতা নাই কেনার
আহ্বান তাই আমরা বাঙালী
ভালোবাসা দিতে একটু না কাঙালী
দেখাই একটু অনুকম্পা দান
করে যাই শীতে, দুস্থ্যদের হাতে
কম্বল দেই বাচুক পেয়ে ত্রাণ
কম্বল দেই রক্ষাকরি ভিখারীদের প্রাণ।