• বিদেশ ডেস্ক
  • ১১ জানুয়ারি ২০২০ ১৬:১৩:২২
  • ১১ জানুয়ারি ২০২০ ১৬:১৩:২২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সাহসী কুকুর বাঁচালো শত শত প্রাণিকে

ছবি: সংগৃহীত

অকুতোভয় মানুষেরা অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে পড়া আগুন থেকে বন্যপ্রাণিকে উদ্ধার করে চলছে। তবে একটি সাহসী কুকুরছানা শত শত ভেড়াকে বাঁচিয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে।

কুকুরটির মালিক অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং সার্ভিস এসবিএস নিউজকে বলেন, নববর্ষের আগমূহুর্তে প্যাটসি (ভিক্টোরিয়ার করইয়ংয়ের ৬ বছর বয়সী কেলপি-বর্ডার কোলি মিক্স) আগুনের সঙ্গে পাল্লা দিয়ে ৯০০ ভেড়াকে একটি নিরাপদ ঘেরের মধ্যে নিয়ে যায়।

তাকে ছাড়া তিনি কখনোই এতগুলো ভেড়াকে রক্ষা করতে পারতেন না, বলেন তিনি।

প্যাটসির মালিক কুকুরটির জন্য একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন, যার নাম ‘প্যাটসি দ্য করইয়ং ওয়ান্ডারডগ।’ তখন থেকে সারা দুনিয়ার মানুষজন তার সাহসী কাজের প্রশংসা করছে।

হিল বলেন, ‘ওই সময় বেশ কয়েকটি ঘর পুড়ে যায়, ভেড়া মারা গিয়েছিলো মাত্র কয়েকটা, তবে প্যাটসি যতি না থাকতো তবে পালের প্রায় সব ভেড়াই মারা যাওয়ার আশঙ্কা ছিলো। ঘটনার সময় প্যাটসি ছিল শান্ত এবং বেশিরভাগ প্রাণিকে বাঁচাতে পেরেছিল। পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেলেও প্যাটসি ভেড়াদের রক্ষা করতে পেরেছে।’

প্যাটসি এখন ‘নিরাপদ এবং ভালো’ আছে বলেও জানান হিল।

গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া দাবানলে অস্ট্রেলিয়ার লক্ষ লক্ষ একর পুড়ে গেছে। এতে হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে যায়, মানুষ মারা যায় কমপক্ষে ২৫ জন। বন্যপ্রাণি বিশেষজ্ঞরা বলছেন, এ পর্যন্ত প্রায় পুড়ে গেছে ১০০ কোটিরও বেশি প্রাণি।

সতর্কতা আছে, এ আগুন চলবে মাসব্যাপী।

বাংলা/এনএডি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1500 seconds.