ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় একটি কয়লা ভিত্তিক প্রকল্পের উন্নয়নে বহুজাতিক কোম্পানি সিমেন্স এজি’র সহায়তা প্রদানের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জলবায়ু এক্টিভিস্ট গ্রেটা থানবার্গ।
গ্রেটা থানবার্গ এক টুইট বার্তায় বলেন, ‘সোমবার তারা (সিমেন্স) তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে। দয়া করে সঠিক সিদ্ধান্ত নিতে তাদেরকে চাপ দিন। #স্টপআদানি।’
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত একটি গ্যাস- কার্বন ডাইঅক্সাইডের উচ্চমাত্রার নির্গমনে কয়লার অব্যাহত ব্যবহার সম্পর্কে পরিবেশবাদী এক্টিভিস্টরা উদ্বিগ্ন।
ইঞ্জিনিয়ারিং জায়ান্ট সিমেন্স জানায়, তারা প্রকল্পের উন্নয়নে যেটা ভারতের আদানি পাওয়ার কর্তৃক নির্মিত হতে যাচ্ছে সে বিষয়ে তাদের সংশ্লিষ্টতার ব্যাপারটি সোমবারের মধ্যে স্থির হবে। কোম্পানিটির সিইও জো কায়সার শুক্রবার এ তথ্য দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।
গত বছর অস্ট্রেলিয়ার সরকার কুইন্সল্যান্ডে আদানি কর্তৃক একটি নতুন কয়লা খনি নির্মাণের অনুমোদন দিয়েছিল যেটি প্রতি বছর ৮ থেকে ১০ মিলিয়ন থার্মাল কয়লা উৎপন্ন করবে।
মাথাপিছু কার্বন নিসরনে বৃহত্তর ভূমিকা নেয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া একটি অন্যতম দেশ, কেননা দেশটির কয়লাভিত্তিক পাওয়ার প্লান্টের উপর নির্ভরতা।
আদানি প্রকল্পের কয়লা রফতানির করার জন্য নির্ধারিত এবং ভারতে সেগুলো পোড়ানো হবে।
বাংলা/এনএডি