লিউনার্দো ডিক্যাপ্রিও। ছবি : সংগৃহীত
বর্তমানে দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার একাংশ।এটি নিয়ন্ত্রণে হিমশিম খেয়ে যাচ্ছে দেশটির সরকার। এধরনের সংকটময় পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে সাহায্য করতে এগিয়ে এসেছেন হলিউডের পরিবেশবাদী তারকা অভিনেতা লিউনার্দো ডিক্যাপ্রিও। তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ হিসেবে ৩০ লাখ ডলার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার( ৯ জানুয়ারি) লিওনার্দোর পরিবেশবাদী সংগঠন আর্থ অ্যালায়েন্স ত্রাণ হিসেবে অস্ট্রেলিয়ার ওয়াইল্ডফায়ার তহবিলে ৩০ লাখ ডলার দেয়ার কথা জানায়।
গত বছরের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার এই ভয়াবহ দাবানলের উৎপত্তি ঘটে যা এখনো অব্যাহত আছে। যদিও দেশটির প্রায় সব রাজ্যই কম বেশি দাবানলের শিকার হচ্ছে কিন্তু নিউ সাউথ ওয়েলস রাজ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে।
দাবানলের কারণে এপর্যন্ত ২৫ জন মানুষ প্রাণ হারিয়েছে এবং ২হাজারের মত ঘরবাড়ি আগুনে পুড়ে গিয়েছে। মূলত দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় খরা চলছে যার কারণে এই দাবানলের সৃষ্টি হচ্ছে।
ভয়াবহ এই দাবানলের নির্মম শিকার হচ্ছে নিরীহ পশুপাখি।এখন পর্যন্ত প্রাকৃতিক এই বিপর্যয়ে ১ কোটির বেশি বন্যপ্রাণী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য ডিক্যাপ্রিওর আগে অস্ট্রেলীয় বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অভিনেতা ক্রিস হেমসওয়ার্থও ওয়াইল্ডফায়ার তহবিলে অর্থ সাহায্য করেছেন।
উল্লেখ্য, অস্কারজয়ী অভিনেতা লিওনার্দোর আর্থ অ্যালায়েন্স গত বছর প্রতিষ্ঠিত হয়।জলবায়ু পরিবর্তন এবং জীব বৈচিত্র্য হ্রাস প্রতিরোধ করার জন্য লরেন্স পাওয়েল জবস, ব্রায়ান সেথ এবং লিওনার্দো এই ফাউন্ডেশনটি গঠন করেন।
ওয়াইল্ডফায়ার তহবিল স্থানীয় অস্ট্রেলীয় অংশীদার সংস্থা অসি আর্ক, বুশ হেরিটেজ এবং ওয়ারস ওয়াইল্ডলাইফ রেসকিউ এর সঙ্গে কাজ করবে।
বাংলা/এফকে