ছবি: সংগৃহীত
খরার কবলে পড়ে অস্ট্রেলিয়ার এই শহরটির এমনিতেই মরি মরি দশা, তার উপর বাণিজ্যিক ভিত্তিতে পানি তোলার জন্য অনুমোদন দেয়া হয় চীনের একটি কোম্পানিকে। ফলে শহরটি হয়ে পড়েছে জলশূন্য।
বাণিজ্যিক ভিত্তিতে জল নিষ্কাশনের জন্য চীনের ওই কোম্পানিকে অনুমোদন দেয়ার এক সপ্তাহের মধ্যেই কুইন্সল্যান্ডে অবস্থিত স্ট্যানথ্রোপি নামক শহরটি হয়ে পড়েছে জলশূন্য। খবর ডেইলি মেইল এবং দি সানের।
খরা কবলিত শহরটির হাজার পাঁচেক মানুষ ৬০ কিলোমিটার দূরত্বে থাকা একটি ড্যাম থেকে আনা দৈনিক ৪২টি ট্রাক পরিমাণ জলের ওপর নির্ভরশীল। এখন সেখান জনপ্রতি দৈনিক ৮০ লিটার জল র্যাশন হিসেবে দেয়া হচ্ছে।
ডিসেম্বরে চীনা কোম্পানি ‘জয়ফুল ভিউ’কে বছরে ৯৬ মিলিয়ন লিটার জল নিষ্কাশনের অনুমোদন দেয়ার পরই এ ঘটনা ঘটছে। কোম্পানিটি গোল্ড কোস্ট নামক বোতলজাত প্লান্টের জন্য পানি সরবরাহ করবে বলে জানা যায়।
শহরটির ডেপুটি মেয়র বলেন, বিষয়টিতে হস্তক্ষেপ করার ক্ষমতা তাদের নেই এবং প্রাইভেট কোম্পানি দ্বারা জলনিষ্কাশনের ব্যাপারটি তারা নিয়ন্ত্রণও করতে পারবে না।
বাংলা/এনএডি