• বিদেশ ডেস্ক
  • ১৬ জানুয়ারি ২০২০ ২২:০৩:৩৪
  • ১৬ জানুয়ারি ২০২০ ২২:০৩:৩৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি

ছবি : সংগৃহীত

দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের কিছু অংশে বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সামনের দিনগুলোতে আরো বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বেশ কয়েকমাস ধরে দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার মানুষের কাছে এই বৃষ্টি স্বস্তির কারণ হয়ে উঠেছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য দাবানলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  বৃহস্পতিবারের এই বৃষ্টির ফলে এই রাজ্যের বেশ কয়েকটি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করা হচ্ছে।

নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বলন্ত বনের উপর বৃষ্টির পানি পড়ছে এরকম একটি ছবি পোস্ট করে জানায়, রাজ্যেজুড়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপক কর্মীদের জন্য এই বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে।  যদিও দাবানলের পুরো আগুন এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।  তবে ৩০ টির মত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য ভূমি ধস, আকস্মিক বন্যার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এছাড়া বৃষ্টির পানির সঙ্গে দূষিত ছাই নদীর পানির সঙ্গে মিশে যেতে পারে বলেও আশংকা করা হচ্ছে।  

নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি পরিষেবা বিভাগের সহকারী কমিশনার পল বেইলি সাংবাদিকদের জানান, এই বৃষ্টি যদিও স্বস্তির কারণ হয়ে এসেছে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে দাবানল আক্রান্ত অঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিসহ গাছ উপড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।  

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলজুড়ে এই ভেজা আবহাওয়া সোমবার(২০ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত টানা চার মাস ধরে দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার খরাপীড়িত অঞ্চলগুলো। ভয়াবহ এই দাবানলের কারণে এই পর্যন্ত ২৮ জন মানুষ প্রাণ হারিয়েছে এবং এক কোটির বেশি বন্যপ্রাণী মারা গেছে।   

বাংলা/এফকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1598 seconds.