খগেন্দ্র থাপা। ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ খগেন্দ্র থাপা মারা গেছেন। ১৭ জানুয়ারি, শুক্রবার মাত্র ২৭ বছর বয়সে নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির চলনক্ষম ব্যক্তি হিসেবে খগেন্দ্র থাপাকে স্বীকৃতি দিয়েছিল।
খগেন্দ্র থাপার প্রতি শ্রদ্ধা জানিয়ে গিনেস বুক কর্তৃপক্ষ বলেন, জীবন উপভোগে শারীরিক এই ক্ষুদ্রতাকে বাধা হতে দেননি তিনি।
২০১০ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে ২ ফুট ২ দশমিক ৪১ ইঞ্চি উচ্চতার খগেন্দ্র বলেন, নিজেকে ক্ষুদ্র নয়, বিশাল মানুষ হিসেবে মনে করেন তিনি।
তার মৃত্যুতে হাঁটাচলা করতে পারা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মানুষ এখন কলম্বিয়ার এডওয়ার্ড হারনানদেজ। তার উচ্চতা ২ ফুট ৩ দশমিক ৬৪ ইঞ্চি।