ছবি: সংগৃহীত
বিশ্বে মোট জনসংখ্যা সাড়ে সাতশ কোটিরও বেশি। আর বিশ্বে ৪৬০ কোটি গরিব মানুষের সম্পদের চেয়েও বেশি পরিমাণ সম্পদের নিয়ন্ত্রণ মাত্র ২ হাজার ১৫৩ জন শীর্ষ ধনীর কাছে। গত বছরের এই চিত্রের কথা জানাচ্ছে বেসরকারি সংস্থা অক্সফাম।
২০ জানুয়ারি, সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তি খাতের মোট অবদানের চেয়েও তিনগুণ বেশি ছিল নারী এবং তরুণীদের অবৈতনিক কিংবা স্বপ্ল মজুরির কাজের অবদান।
নাইরোবি-ভিত্তিক দাতব্য সংস্থাটি বলছে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য রাজনৈতিক এবং ব্যবসায়িক নেতাদের ওয়াল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আগে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সারাবিশ্বে নারীরা প্রতিদিন কোন ধরনের বেতন কিংবা স্বীকৃতি ছাড়াই একত্রে ১২শ ৫০ কোটি ঘণ্টা কাজ করে থাকেন।
‘টাইম টু কেয়ার’ রিপোর্টে অক্সফাম জানায়, নারীদের অবৈতনিক এসব কাজের মূল্য কমপক্ষে ১০ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটি বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তি খাতের অবদানের চেয়ে তিনগুণে বেশি।
অক্সফাম ইন্ডিয়ার সিইও অমিতাভ বেহার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের এটা বোঝা গুরুত্বপূর্ণ যে অর্থনীতিতে গোপন চালিকাশক্তি হল নারীদের এসব অবৈতনিক কাজ। এটার পরিবর্তন জরুরি।’
বাংলা/এনএডি