• নিজস্ব প্রতিবেদক
  • ২৩ জানুয়ারি ২০২০ ১৪:৪১:৩৯
  • ২৩ জানুয়ারি ২০২০ ১৪:৪১:৩৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লা রিভে ছাড়

ছবি: সংগ্রহীত

বছর ঘুরে আবার এলো লা রিভের ধামাকা সেল অফার। সিজন শেষের সেলের আওতায় ৬০শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় পোশাক এবং অনুষঙ্গ প্রতিষ্ঠানটি। এই সেলে পাওয়া যাবে আকর্ষনীয় ডিজাইনের শীত পোশাকসহ নারী, পুরুষ এবং শিশুদের যেকোন ঘরোয়া এবং উৎসবের পোশাক।
 
সেলে পুরুষদের জন্য শীতের সোয়েট শার্ট, হুডি শার্ট,  টাফেটা জ্যাকেট, হুডি জ্যাকেট, ব্লেজার, ডেনিম জ্যাকেট ছাড়াও আছে ফরমাল এবং ক্যাজুয়াল শার্ট ও টিশার্ট। বটমস হিসেবে ডেনিম প্যান্ট, চিনোস এবং কার্গোপ্যান্ট পাবেন। 

এছাড়াও পাবেন রেগুলার, সেমি ফিটেড ও ফিটেড পাঞ্জাবিসহ পায়জামা ও বক্সার।

মেয়েদের পোশাকের বিশাল সংগ্রহ রয়েছে এই সেলে। রুচিশীল ঘরোয়া এবং উৎসবের পোশাক পাবেন। টিউনিক, সিঙ্গেল কামিজ, সালোয়ার কামিজ, টপস, কোটি এবং শ্রাগ কিনতে পারবেন। মেয়েদের শীতের জ্যাকেট, ব্লেজার, শাল, পঞ্চোর পাশাপাশি ডেনিম প্যান্ট, ফরমাল প্যান্ট, লেগিংস, হারেম এবং পালাজ্জো প্যান্টও থাকবে। হুডি টিউনিক এবং জ্যাকেটের সংগ্রহ থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।

ছোটমণিদের জন্য লা রিভ কিডস কর্নারে থাকছে জ্যাকেট, সোয়েট শার্ট ও হুডিসহ বিভিন্ন ধরণের প্যান্ট ও পায়জামা।

সিজন শেষের এই সেল অফারে লা রিভ পন্য কিনতে পারবেন উত্তরা, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর ১ ও ১২, ওয়ারী ১ ও ২, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, বেইলি রোড, পুলিশ প্লাজা কনকর্ড, বাসাবো এবং মোহাম্মদপুরের লা রিভ শোরুমে। এছাড়াও খুলনা, নারায়নগঞ্জ, ও সিলেটে লা রিভের শোরুম আছে। বিস্তারিত জানতে এবং ঘরে বসে কিনতে ভিজিট করুন www.lerevecraze.com অথবা www.facebook.com/lerevecraze

সংশ্লিষ্ট বিষয়

লা রিভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1528 seconds.