ছবি : সংগৃহীত
এই সময়ের কবি হানিফ রাশেদীনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শেকলের নূপুর’ প্রকাশিত হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রতিকথা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন কামরুজ্জোহা।
এক দশকেরও অধিক সময় ধরে কবিতা চর্চায় নিয়োজিত আছেন হানিফ রাশেদীন। দ্রোহ ও প্রেমকে একীভূত করার একটি প্রয়াস লক্ষ্যণীয় হানিফ রাশেদীনের কবিতায়। তার কবিতার সমস্ত পরিসর জুড়ে ছড়িয়ে আছে দেশ ও মানুষ, আর মুক্ত হতে চাওয়ার এক সুনিপুণ বাসনা।
বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী অংশে প্রতিকথা স্টলে।