• নিজস্ব প্রতিবেদক
  • ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৭:৪৯
  • ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৭:৪৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

‘দ্বিতীয় প্রেম’ নিয়ে মেলায় অনিন্দ্য মামুন

অনিন্দ্য মামুনের গল্পগ্রন্থ ‘দ্বিতীয় প্রেম’-এর প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

জমে উঠছে অমর একুশে বইমেলা। মেলায় বাড়ছে বইপ্রেমীদের আনাগোনা। প্রতিদিনই যোগ হচ্ছে বিভিন্ন লেখকের নতুন নতুন গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, গবেষণাসহ সাইন্স ফিকশনের বই। সেই ধারায় যোগ হচ্ছে  অনিন্দ্য মামুনের ‘দ্বিতীয় প্রেম’।

আগামীকাল থেকে বইমেলায় প্রতিদিনই  দেশ পাবলিকেশন্সের ২৫৩-২৫৪-২৫৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। 

‘দ্বিতীয় প্রেম’ অনিন্দ্য মামুনের প্রথম গল্পগ্রন্থ। যাপিত জীবনের পরিচিত মুহূর্তের অনুভূতির কথাগুলোই গল্প আকারে ফুটে উঠেছে বইটিতে। বইটির প্রতিটি গল্পই মনে করিয়ে দিবে জীবনের ফেলে আসা কোনো না কোনো মুহূর্তের প্রতিচ্ছবি, যা মাঝেমধ্যেই স্মৃতি হয়ে আমাদের চোখে ভেসে উঠে।

গল্পপ প্রসঙ্গে মামুন বলেন, প্রতিটি গল্পেই রয়েছে জীবনবোধের স্পষ্ট ছাপ, রয়েছে না পাওয়ার বেদনা আর পাওয়ার আনন্দ। প্রেমিকার সঙ্গে হেঁটে চলার অনুভূতি এবং শহরের গল্প। বইটিতে মোট আটটি গল্প থাকছে। প্রতিটি গল্পই জীবনের ফেলে আসা কোনো না কোনো মুহূর্তের প্রতিচ্ছবি। আশা করি পাঠকদের ভালো লাগবে। 

বইয়ের গল্পগুলার শিরোনাম হচ্ছে, ‘ক্যামেরার পেছনে’, ‘দ্বিতীয় প্রেম’, ‘মিতু চলে গেছে’, ‘বাবু ভাইয়ের বিবাহবিষয়ক ট্র্যাজেডি’, ‘প্লেবয়’, ‘অনুর দুই চোখ ভিজে এলো’, ‘তন্বীর সিক্সথ সেন্স’, ও ‘সুশোভন ও মেয়েটি’।

দেশ পাবলিকেশন্স ছাড়াও গল্পগ্রন্থটি অনলাইনে রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

বাংলা/এনএন 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1521 seconds.