• নিজস্ব প্রতিবেদক
  • ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৫:৫৯
  • ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৬:৪২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

নীরবে ভালোবাসার গল্প ‘তুমি রবে নীরবে’

ছবি : সংগৃহীত

প্রাণের বই মেলায় চলছে বইয়ের উৎসব। এই উৎসবে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ। ভিড় বাড়ছে শব্দ মালায়। এই মালারই একটি ফুলের নাম ‘তুমি রবে নীরবে’। অন্যধারা প্রকাশনী থেকে ‘তুমি রবে নীরবে’ শিরোনামে উপন্যাসটি নিয়ে এসেছেন সাকিব রায়হান।

উপন্যাসটি সাকিব রায়হানের ৬ষ্ঠ তম বই হিসেবে ধরা দিয়েছে পাঠকের হাতে। এর আগের বইগুলোর মতো এই উপন্যাসটিও সারা ফেলেছে পাঠকের হৃদয়ে।

উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘এটা আমার লেখা প্রথম প্রেমের উপন্যাস। তবে এখানে ভিন্ন ধরনের প্রেম দেখা যাবে। গতানুগতিকের বাইরেও যে সমাজ সংসারে প্রেম থাকতে পারে; আমি সে গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি।’

আমার বিশ্বাস পাঠকের ভালো লাগবে। নতুন ভাবনার মাঝে আমার উপন্যাস যদি কিছুটা জায়গা করে নিতে পারে তাহলে আমার কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি। উপন্যাসটি বইমেলার অন্যধারা প্রকাশনীর ৫৯৯-৬০২ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বলেও যোগ করেন তিনি।

উল্লেখ্য, ‘তুমি রবে নীরবে’ সাকিব রায়হানের লেখা প্রথম প্রেমের উপন্যাস। আর আগে তার ‘আবৃত’, ‘ত্রিকাল’, ‘ফিরে আসা’ ও ‘শীতল রক্তপথ’ উপন্যাসগুলোও ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

তিনি এ যাবত বিভিন্ন সামাজিক রহস্য, ডিটেকটিভ উপন্যাস রচনা করে পাঠক মহলে সমাদৃত হয়েছেন। উপন্যাস লেখার বাইরেও তার ছোট গল্প এবং কবিতা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বেশকিছু নাটক রচনা ও পরিচালনা করেছেন।

বাংলা/এনএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1433 seconds.