ছবি : সংগৃহীত
ইশতিয়াক হাসান বন-পাহাড় ভালোবাসেন। তাই তার বইয়েও এগুলোই উঠে এসেছে। একুশ বইমেলায় বের হয়েছে ইশতিয়াক হাসানের রূপান্তর করা চারটি বই। ঐতিহ্য (প্যাভিলিয়ন ১৪) থেকে এসেছে দুটি বই। লস্ট হরাইজন এবং কালো মৃত্যু।
১৯৩২। অপহরণ করা হলো তিন ইয়োরোপীয় এবং এক আমেরিকান নাগরিককে। বৈমানিক তাদের নিয়ে গেল তিব্বতের দুর্গম এলাকায়। তারপরই ক্র্যাশ করল উড়োজাহাজ। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া চার যাত্রী নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে হাজির হলো রহস্যময় এক গুম্ফায়। শাংগ্রি-লা। তারপর...
জেমস হিলটনের দুনিয়া কাঁপানো এই উপন্যাসটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে বের হয়।
কালো মৃত্যু জঙ্গলের সত্য ঘটনা। পাগলা হাতি, মানুষখেকো বাঘ, চিতা বাঘ কী নেই! সেই সঙ্গে আছে ভুতুড়ে ঘটনাও। বিখ্যাত শিকারি এবং পরবর্তীতে বন্যপ্রাণী সংরক্ষক ও অ্যাডভেঞ্চার কাহিনী লেখক কেনেথ এন্ডরসনের বেশ কিছু অভিজ্ঞতার স্বাদু অনুবাদ স্থান পেয়েছে বইটিতে।
বইমেলায় সেবা প্রকাশনী (স্টল ৬৪৮-৪৯) থেকে বের হয়েছে লেখকের রূপান্তর করা দুটো বই। জেরানগাওয়ের বিভীষিকা এবং অশরীরীজগৎ।
জেরানগাওয়ের বিভীষিকাও জঙ্গলের বই। এশিয়া ও আফ্রিকার জঙ্গলের রোমাঞ্চকর এই কাহিনীগুলো বনপ্রেমী পাঠকদের ভালো লাগবে আশা করি। বাঘ, হাতি, সিংহ, বুনো মোষ, পাগলা হাতি সব কিছুই পাবেন। আছে সিলেটের জঙ্গলের কাহিনীও। আর ঘটনাগুলো অনেক বছর আগের হওয়ায় ওই সময়ের বনের একটা চিত্র পেতেও সাহায্য করবে।
আর সত্য হরর কাহিনী সিরিজের চতুর্থ বই অশরীরীজগৎ। পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া রহস্যময়, অদ্ভুতুড়ে সব ঘটনা নিয়ে এই বই। আগের তিনটি বইও পাওয়া যাচ্ছে ভলিউম আকারে, এক সঙ্গে।