ফাইল ছবি
শীত চলে গেছে। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া। শুষ্ক এ মৌসুমে বাইরের ধুলাবালির কারণে ত্বকের সমস্যার মুখোমুখি হন অনেকেই। ত্বক ভালো রাখার জন্য ঠিকঠাক ফেসমাস্ক ব্যবহার প্রয়োজন।
চলুন জেনে নিই কেমন ত্বকে কোন ধরনের মাস্ক ব্যবহার করবেন-
* আপনার ত্বক যদি তেলতেলে হয় এবং প্রায়ই ব্রণের সংক্রমণ দেখা যায়, তবে পিল-অফ মাস্ক ব্যবহার করুন। জেলের মতো দেখতে পিল-অফ মাস্ক মুখে লাগানোর পর শুকিয়ে যায়। আর তা টেনে তুলতে হয়। সেই মাস্ক টেনে তোলার সময় মুখে জমে থাকা মৃত কোষ ও ধুলোময়লাও উঠিয়ে আনে এই মাস্ক।
* ত্বক যদি হয় খুব শুষ্ক তবে ওভারনাইট মাস্ক ব্যবহার করতে পারেন। এই মাস্ক মুখে লাগিয়ে ঘুমানোও যায়। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে পেতে এই মাস্কের জুড়ি মেলা ভার।
* উজ্জ্বল ও লাবণ্যময় ত্বক চাইলে ব্যবহার করুন শিট মাস্ক। পাতলা তুলোর কাপড়ের মতো দেখতে এই মাস্ক তৈরিতে ব্যবহৃত হয় সিরামসহ বেশকিছু উপকারী উপাদান। যার ফলে আপনার ত্বক পাবে অ্যান্টি-অক্সিডেন্ট।
দেশের প্রায় সব শপিংমলের কসমেটিকসের দোকানেই এসব মাস্ক পাবেন। তবে কেনার সময় মেয়াদ দেখে নিতে ভুলবেন না!
বাংলা/এসএ