ছবি : সংগৃহীত
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে অনার্য নাঈমের কাব্যগ্রন্থ ‘ধর্ম নিরপেক্ষ বসন্ত’। এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে প্রতিকথা প্রকাশনা। প্রচ্ছদ করেছেন শিশির মল্লিক।
গভীর প্রজ্ঞা আর শিল্পের বুননে কবি এ কাব্যগ্রন্থে বর্তমান বিশ্বের প্রায় সকল আঞ্চলিক, আন্তর্জাতিক সমস্যার নেপথ্যে পুঁজিবাদ সাম্রজ্যবাদের কালো হাতকে শনাক্ত করেছেন নিখুঁত নিপুণতায়। চিহ্নিত করেছেন কর্পোরেট পুঁজির বিজয় কেতন কীভাবে উড়ছে বিশ্বে।
অনার্য নাঈমের জন্ম ২৯ মে ১৯৭৯, কৃষ্টিয়া। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জ্ঞান বৃক্ষের ফল’ (২০০৮), ‘এখনো তোমার শরীরে আলো (২০১৮)’।
বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী অংশে প্রতিকথা স্টলে।