• বাংলা ডেস্ক
  • ২১ ফেব্রুয়ারি ২০২০ ২০:২০:২৩
  • ২১ ফেব্রুয়ারি ২০২০ ২০:২০:২৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বইমেলায় আকিম মহমদ এর ‘ভিন্ন দিনের জীবনায়ন’

ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২০-এ পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক আকিম মহমদ এর গল্পগ্রন্থ 'ভিন্ন দিনের জীবনায়ন'। বইটি প্রকাশ করেছে প্রতিকথা প্রকাশনা। বইটিতে রয়েছে সাতটি গল্প। প্রতিটি গল্পের বিষয় ও আঙ্গিকে বৈচিত্র্য রয়েছে। উঠে এসেছে সমকালীন প্রেক্ষাপট, সমাজ বাস্তবতা আর জীবনের টানাপড়েন।

গল্পগুলো হল : অ্যা ডিসকোর্স অব ডিটেনশন; বেহুলার ভেলা ডুবায় লখিন্দরে; রাউন্ড টেবিল কনফারেন্স; বয়ে যায় বুড়িগঙ্গা সয়ে যায় সমাজ; ঊনোমানুষ, নমানুষ, নিষিদ্ধ মানুষ; বদ বেচনে বেড়ে ওঠা বৃক্ষ; পাগলাগারোদ! পাগলাগারোদ!! পাগলাগারোদ!!!

অনাগত কালের মাঝে যে জীবনের উম্মেষ আর সেই অনিশ্চিত জীবনের অসীম কোলাহলের মাঝে যে বেঁচে থাকার বীজ, তার ইশারা বহন করে আকিম মহমদ এর গল্প। আকিম মহমদ এর এটি দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘বদ বেচনে বেয়াড়া বৃক্ষ’ এবং প্রবন্ধগ্রন্থ ‘কাল কাঠামোর কথা’ লিটলবুক ‘জনতার জার্নাল’।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মনসুর আলম। পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী অংশে প্রতিকথা স্টলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1412 seconds.