• সংস্কৃতি প্রতিবেদক
  • ২২ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩২:০৪
  • ২২ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩২:০৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বইমেলায় এসেছে আকিম মহমদের দ্বিতীয় গল্পগ্রন্থ

ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২০-এ পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক আকিম মহমদ-এর গল্পগ্রন্থ ‘ভিন্ন দিনের জীবনায়ন’। বইটি প্রকাশ করেছে প্রতিকথা প্রকাশনা আর প্রচ্ছদ করেছেন শিল্পী মনসুর আলম।

বইটিতে রয়েছে সাতটি গল্প। প্রতিটি গল্পের বিষয় ও আঙ্গিকে বৈচিত্র্য রয়েছে। উঠে এসেছে সমকালীন প্রেক্ষাপট, সমাজ বাস্তবতা আর জীবনের টানাপড়েন। গল্পগুলো হল : অ্যা ডিসকোর্স অব ডিটেনশন; বেহুলার ভেলা ডুবায় লখিন্দরে; রাউন্ড টেবিল কনফারেন্স; বয়ে যায় বুড়িগঙ্গা সয়ে যায় সমাজ; ঊনোমানুষ, নমানুষ, নিষিদ্ধ মানুষ; বদ বেচনে বেড়ে ওঠা বৃক্ষ; পাগলাগারোদ! পাগলাগারোদ!! পাগলাগারোদ!!!   

অনাগত কালের মাঝে যে জীবনের উম্মেষ আর সেই অনিশ্চিত জীবনের অসীম কোলাহলের মাঝে যে বেঁচে থাকার বীজ, তার ইশারা বহন করে আকিম মহমদ-এর গল্প। লেখকের এটি দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে তার প্রথম গল্পগ্রন্থ ‘বদ বেচনে বেয়াড়া বৃক্ষ’, প্রবন্ধগ্রন্থ ‘কাল কাঠামোর কথা’ ও লিটলবুক ‘জনতার জার্নাল’ প্রকাশিত হয়।   

‘ভিন্ন দিনের জীবনায়ন’ বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী অংশে প্রতিকথা স্টলে। 

বাংলা/এসএ

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1561 seconds.