• ২২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৩:৫৫
  • ২২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৩:৫৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সাম্য রাইয়ানের প্রথম কবিতার বই

ছবি : সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে সাম্য রাইয়ানের প্রথম কবিতার বই ‘চোখের ভেতরে হামিংবার্ড’। ৪৮টি কবিতা নিয়ে বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন৷ চার ফর্মার এ বইটির মুদ্রিত মূল্য ১৬০টাকা৷

সাম্য রাইয়ানের জন্ম ৩০ ডিসেম্বর৷ জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়৷ ২০০৬ থেকে সম্পাদনা করছেন লিটলম্যাগ ‘বিন্দু’৷ এ এইয়ের অধিকাংশ কবিতা লিটলম্যাগ ‘জঙশন’ ও ‘বিন্দু’তে প্রকাশিত৷

নিজের লেখালিখি সম্পর্কে সাম্য রাইয়ান বলেন, “আজকাল কেউ কেউ আমার লেখা পড়েন; বেশ বুঝতে পারি৷ কেউ যদি আমার লেখা না পড়তো তবুও আমি লিখতাম৷ অতএব আমার লেখা, পাঠকের পড়া না পড়ার উপর নির্ভর করে না! আমার কথা, আমার বক্তব্য, যে কোনো বিষয় নিয়ে আমার যা চিন্তা তা আমি লিখি; লিখে বলি; এছাড়া আমার আর কোনো মাধ্যম নেই; বিকল্প নেই৷ অতএব আমাকে লিখতে হবে; কথা বলতে হবে; যে কথা আমার, যা কেউ বলছে না৷”

বইটি সম্পর্কে সাম্য রাইয়ান বলেন, “কবিকে আমার কেবলই মনে হয়— জীবনব্যাপী সম্পর্কশাস্ত্র বিষয়ে গবেষণা করে চলা ব্যক্তি৷ সে নানান সম্পর্ক— প্রাণের সাথের প্রাণের, প্রাণের সাথে প্রাণহীনের, ক্ষুদ্রপ্রাণের সাথে মহাপ্রাণের…, সকল সম্পর্ক! এই প্রকারের সম্পর্ক স্থাপন— রক্ষা— চ্ছেদ— বিকাশ বিষয়েই মনে হয় জীবনের সকল গবেষণা৷ সেই সম্পর্কশাস্ত্রেরই এক রূপ ‘চোখের ভেতরে হামিংবার্ড’৷ যার প্রারম্ভিকে লেখা আছে— ‘সোনামুখী সুঁই থেকে তুমি / চুইয়ে পড়ো সুতো হয়ে / নিচেই বিদ্ধ আমি / সেলাই হই, তোমার সুতোয়!’”

এর আগে বাঙ্ময় থেকে প্রকাশিত হয়েছিল সাম্য রাইয়ানের গদ্যের পুস্তিকা ‘সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট’ (২০১৪) এবং কবিতাপুস্তিকা যথাক্রমে ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’ (২০১৫), ‘মার্কস যদি জানতেন’ (২০১৮), ‘হলুদ পাহাড়’ (২০১৯)৷ এগুলো ছিলো এক থেকে দুই ফর্মার স্বল্পদৈর্ঘ্য পুস্তিকা৷ এই প্রথমবারের মতো বই প্রকাশিত হচ্ছে৷

অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রকাশনীর ৪৬৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে৷

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1477 seconds.