ফাইল ছবি
অবশেষে চোটের সঙ্গে হার মেনে টেনিস কোর্টকে বিদায় জানালেন মারিয়া শারাপোভা। নিজের অবসরের ঘোষণা দিয়ে ভোগ ও ভ্যানিটি ফেয়ারে নিবন্ধ লিখেছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ৩২ বছর বয়সী এই রুশ তারকা।
গতকাল ২৬ ফেব্রুয়ারি, বুধবার লেখা নিবন্ধে তিনি জানান, কাঁধের চোটের জন্যই প্রিয় টেনিস ছাড়তে হলো তাকে। বিদায়ী বার্তায় শারাপোভা লিখেন, ‘আমি এটায় নতুন, তাই আমাকে ক্ষমা করবেন। টেনিস- আমি বিদায় জানাচ্ছি।’
একইদিন একটি টুইটও করেন তিনি। সেখানে সরাসরি অবসরের কথা না লিখলেও টেনিস থেকে পাওয়া শক্তিকে সঙ্গী করেই তিনি জীবনের পরবর্তী লক্ষ্য ছোঁয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এই তারকা।
টুইটে শারাপোভা লেখেন, ‘টেনিস আমাকে বিশ্ব দেখিয়েছিল —সেটা আমাকে দেখায় আমি কিসের তৈরি। এখান থেকেই আমি নিজেকে পরীক্ষা করেছি, নিজের উন্নতি পরিমাপ করেছি। এবং এবার জীবনের পরের অধ্যায় বেছে নিয়েছি, যা পরবর্তী পর্বতশৃঙ্গ। আমি এগিয়ে যাব, আমি চড়তে থাকব, উঠতেই থাকব।’
মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে সাড়া ফেলে দিয়েছিলেন শারাপোভা। এরপর জীবনের অনেক ওঠাপড়াকে সঙ্গী করেই এতগুলো বছর টেনিস সার্কিটে কাটিয়েছেন তিনি। এবার শুরু হলো তার নতুন নতুন লড়াইয়ের প্রস্তুতি।
২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম বা চার গ্র্যান্ড স্ল্যাম জয়ের চক্র পূরণের চার বছর পর সবচেয়ে বড় দুঃসংবাদের মুখোমুখি হন শারাপোভা। ডোপ পরীক্ষায় দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়ায় ২০১৬ সালে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি।
২০১৭ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও একের পর এক চোটের কবলে পড়ায় আর চেনা ছন্দে দেখা যায়নি শারাপোভাকে। এর প্রভাব পড়ে র্যাংকিংয়েও। তিনি ২০০৩ সালের আগস্টের পর সর্বনিম্ন ৩৭৩ নম্বরে নেমে যান। সর্বশেষ তিনটি গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাকে।
গত ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের কাছে ৬-১, ৬-১ গেমে হারের পরই নিজের বিদায়ের ধ্বনি শুনতে পেয়েছিলেন বলে জানান শারাপোভা।
বাংলা/এসএ