ছবি : সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনাভাইরাস রোগী। গতকাল রবিবার তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর এর ছাপ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ মার্চ, সোমবার সকাল থেকেই টিকিট বিক্রি বন্ধ রেখেছে ক্রিকেট বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘জনসমাগম বেশি হয় এমন জায়গা থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি। আর সে জন্য সচেতনতার কথা চিন্তা করে আমরা টিকিট বিক্রি কমিয়ে দিয়েছি যাতে প্রচুর জনসমাগম না হয়। এখন আর টিকিট দেয়া হচ্ছে না। এতে দর্শকরা কিছুটা হতাশ হলেও বৃহৎ স্বার্থে ঝুঁকি নেওয়া হয়নি। যারা মাঠে আসতে পারছেন না তাদের টিভিতে খেলা উপভোগ করার অনুরোধ করছি।’
টেস্ট ও ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হবে।