ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১১ মার্চ, বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের 'ত' ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
প্রাথমিকভাবে হতাহত এবং কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
বাংলা/এসএ