• বিদেশ ডেস্ক
  • ২৩ মার্চ ২০২০ ১০:৪৪:৪৪
  • ২৩ মার্চ ২০২০ ১২:৫৮:৫৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

করোনায় মৃত্যু : ইতালিতে ৬১৫, স্পেনে ৩৯৪, ফ্রান্সে ১১২

ছবি : আলজাজিরা থেকে নেয়া

প্রাণঘাতী করোনাভাইরাসে মহামারি মারাত্বক আকার ধারণ করেছে ইউরোপের দেশগুলোতে। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১৫ জন। স্পেনে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের, যা ইতালির পর দ্বিতীয় সর্বোচ্চ। একই সঙ্গে ফ্রান্সে মারা গেছে ১১২ জন।

এতে করে ২২ মার্চ, রবিবার করোনায় আক্রান্ত হয়ে ইউরোপের এই তিন দেশেই মারা গেছে ১ হাজার ১২১ জন।  এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, গত একদিনে ইতালিতে করোনায় মারা গেছে ৬৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে। এটাই এখন পর্যন্ত কোনো দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিগত স্পেনে ৩৯৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে করে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে ১ হাজার ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। যা গত শনিবার ছিলো ২৪ হাজার ২৯ জন।

এমতাবস্থায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে স্পেন। এই অবস্থা আরো ১৫ দিন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এদিকে ফ্রান্সের উচ্চপদস্থ এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে এ ভাইরাসে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬৭৪ জনে দাঁড়িয়েছে। আর করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের বেশি। দেশটিতে প্রতিদিন চার হাজার নাগরিকে করোনার পরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে সর্ব প্রথম করোনার রোগী শনাক্ত করা হয়। এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই মহামারিতে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1443 seconds.