ছবি : সংগৃহীত
বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ডুডলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে গুগল। গতকাল ২৫ মার্চ, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগলের সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছে ডুডলটি।
দৃষ্টিনন্দন এই ডুডলটিতে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ও জাতীয় পতাকার সবুজ রঙ। ডুডলটির মূল থিম একটি জলাশয়, যাতে চারপাশে ছড়িয়ে থাকা সবুজ পাতার মাঝে ফুটে আছে ৫টি শাপলা ফুল। এই থিমটির মূল উপজীব্য বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙ।
বেশ কয়েক বছর ধরেই বিশেষ দিবস ডুডলের মাধ্যমে স্মরণ করে সার্চইঞ্জিন গুগল। ডুডল বলতে বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। এর আগেও গুগলের ডুডলে স্থান পেয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক দিন ও গুণীজনের অবয়ব।
বাংলা/এসএ