সাইমন সাদিক। ছবি : সংগৃহীত
করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এরমধ্যে মারা গেছেন ৫ জন। করোনা থেকে বাঁচতে মানুষ এখন গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছে। মানুষ ঘর থেকে বের না হওয়ায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলোর আয়ের পথ প্রায় বন্ধ হওয়ার পথে। খুব করুণ সময় পার করছে তারা। এমন পরিস্থিতিতে অসহায় এই মানুষগুলো পাশে দাঁড়াচ্ছেন সমাজের সামর্থ্যবানরা। শোবিজ অঙ্গনের শিল্পীরাও এই তালিকায় আছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক সাইমন সাদিক।
পোড়ামন খ্যান এই চিত্রনায়ক প্রায় ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীকাল থেকে ঢাকা ও তার আশেপাশের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করবেন সাইমন। এই উদ্যোগে সাইমনের বন্ধুরাও তার পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানালেন নায়ক।
সাইমন বলেন, ‘আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষদেরকেই সহায়তা করব। যাতে প্রকৃত ভুক্তভোগীদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিনে উপার্জন করে দিনে খান তারা বিপদে পড়েছেন। তাদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’
এ পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এদিকে করোনা ভাইরাস যাতে আর না ছড়াতে পারে সে জন্য সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সাইমন ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ সিনেমায় অভিনয়ের অভিনয়ে আসেন। ২০১৩ সালে এই পরিচালকের ‘পোড়ামন’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেনেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।