• বিদেশ ডেস্ক
  • ০২ এপ্রিল ২০২০ ২১:০১:২৩
  • ০২ এপ্রিল ২০২০ ২১:০১:২৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

করোনার নিয়ন্ত্রণ এপ্রিলের শেষে : চীনা বিশেষজ্ঞ

ডা. ঝং নানশান। ছবি : সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বেই এখন আতঙ্ক বিরাজ করছে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই। এমন অবস্থায় এপ্রিলের শেষের দিকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন চীনের বিশেষজ্ঞরা।

দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ঝং নানশান বলেছেন, মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এপ্রিলের শেষের দিকে নিয়ন্ত্রণে আসবে।

স্থানীয় সময় বুধবার চীনের শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

জুং নানশান বলেন, ‘করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হচ্ছে এ মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে। আর এ ব্যাপারে আমরা নিশ্চিত।’

তবে আগামী বসন্তে আরো একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

চীনে করোনাভাইরাসের চিকিৎসায় জুং নানশান এমন একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন যাদের পরামর্শে সেখানে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

এ দিকে করোনায় বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে মারা গেছেন ৪৮ হাজার ৩২০ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ১৭১ জন।

গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই থেকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

সংশ্লিষ্ট বিষয়

করোনাভাইরাস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1935 seconds.