ডা. চাং উন হো
অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন চীনা কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস বিশেষজ্ঞ ডা. চাং উন হো। ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেইজে প্রশ্নোত্তর পর্বটি সরাসরি প্রচার করা হবে।
এ বিষয়ে দূতাবাসের ফেসবুক পেইজে দেয়া পোস্ট অনুযায়ী, ‘মহামারী প্রতিরোধে চীন-বাংলাদেশের চিকিৎসকদের অনলাইন যোগাযোগ’ শীর্ষক এ অনলাইন প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন ডা. চাং উন হোং। তিনি চীনের সাংহাইয়ের হুয়াশান হাসপাতারে বিশেষজ্ঞ সংক্রমিত রোগ বিভাগের পরিচালক।
আজ বেইজিং সময় বিকাল ৩টায় (ঢাকা সময় দুপুর ১টা) মহামারী নিয়ে তিনি বাংলাদেশি চিকিৎসকদের প্রশ্নের উত্তর দেবেন বলেও এতে জানানো হয়।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত গোটা বিশ্বে ৮২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে আক্রান্তের সংখ্যাও ১৪ লাখের মতো। বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে।
বাংলা/এসএ