• নিজস্ব প্রতিবেদক
  • ০৫ মে ২০২০ ২২:৩০:১৫
  • ০৬ মে ২০২০ ০৯:৫৯:৩১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ইফতারের সময় র‍্যাব পরিচয়ে তুলে নেয়া হল রাষ্ট্রচিন্তার দিদারকে

দিদারুল ভু্ইয়া। ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংগঠন রাষ্ট্রচিন্তা’র সদস্য ও করোনা-দুর্গতদের স্বেচ্ছাসেবায় নিয়োজিত দিদারুল ভু্ইয়াকে একদল লোক তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ মে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় র‌্যাব-৩ পরিচয়ে সাদা পোশাকে তাকে ‍তুলে নেওয়া হয়।

দিদারের বোনের স্বামী জাকির চৌধুরী বাংলা'কে বলেন, 'আজ সন্ধ্যায় উত্তর বাড্ডায় দিদারের আইটি অফিস থেকে সিভিল পোশাকে র‍্যাব পরিচয়ে দিদারকে তুলে নিয়ে যায়। সাথে তারা দিদারের মোবাইল, ল্যাপটপ, দুইটা কম্পিউটার, একটা ডিভিডি রিডার নিয়ে যায়।'

এ বিষয়ে দিদারের ছোট ভাই আমার ছোট শ্যালক বিভিন্ন জায়গায় ফোন করেছে। কিন্তু এখনো কোন খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলা থেকে র‍্যাব ৩ -এর অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানী দাস, পরিচালক  এমরানুল হাসান, এএসপি রবিউল ইসলামসহ কয়েকজনের সাথে ফোনে যোগাযোগ করার চেস্টা করা হলেও ফোন রিসিভ হয়নি।

পরে র‍্যাব-৩ এর কনট্রোল রুমের অপারেটর আবু সাইদ বাংলা'কে বলেন, ‘আজকে এখনো পর্যন্ত এমন কোন খবর আমরা পাইনি।’

এর পর র‍্যাব-৩ এর  অপারেশন অফিসার ফয়জুল ইসলামের নম্বরে ফোন করলে এএসপি জাফর ধরেন। তিনি বাংলা'কে বলেন, 'এমন কোনো খবর আমি এখনো শুনিনি।' 

বাংলা/এনএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1424 seconds.