• নিজস্ব প্রতিবেদক
  • ০৬ মে ২০২০ ১২:৪৪:৩৯
  • ০৬ মে ২০২০ ১৩:৫৭:৪৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সরকারবিরোধী পোস্ট দেয়ায় কার্টুনিস্ট ও লেখক আটক

আহমেদ কবির কিশোর ও মুশতাক আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদ। ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক অভিযানে তাদের রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করা হয়।

পরে র‌্যাব-৩ এর একটি দল তাদের রমনা থানায় হস্তান্তর করেছে বলে আজ ৬ মে, বুধবার সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বিষয়টি র‌্যাব-৩ সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম জানান, ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গতকাল নিয়ে আসা হয়েছে। তাদেরকে আজ আদালতে হাজির করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানিয়েছেন, এই মামলার ১১ জন আসামির মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উত্তর বাড্ডা এলাকার বাসা থেকে রাষ্ট্রচিন্তার অ্যাক্টিভিস্ট দিদারুল ভূঁইয়াকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘আমাদের অভিযান এখনো চলছে। অভিযান শেষ হলে বিষয়টি গণমাধ্যমের সামনে আনা হবে।’

তবে র‌্যাব-৩ এর এক কর্মকর্তা বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদের সহযোগী দিদারুল। তবে যতদূর জানি, তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।’

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1711 seconds.