ছবি : প্রতীকী
শতভাগ কার্যকর করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরির দাবি করেছে একটি মার্কিন ওষুধ কোম্পানি। স্যান ডিয়াগো ভিত্তিক সোরেন্টো থেরাপিউটিকস নামের ওই কোম্পানিটির দাবি, এই অ্যান্টিবডি করোনায় আক্রান্ত রোগীকে মাত্র চারদিনেই সুস্থ করে তুলবে।
এমন এক সময়ে সোরেন্টো থেরাপিউটিকস এ দাবি করেছে, যখন গোটা বিশ্বজুড়ে ৩ লাখ ৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে কোভিড-১৯ নামের ভাইরাসটি। এর প্রতিষেধক তৈরির করতে গলদঘর্ম গোটা বিশ্বের বাঘা বাঘা চিকিৎসাবিজ্ঞানীরা।
সোরেন্টো থেরাপিউটিকস দাবি করেছে, এই অ্যান্টিবডি নিয়ে নিয়ে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের পর তাদের পরবর্তী কার্যক্রম এগিয়ে চলেছে। সংক্রমণজনিত রোগের চিকিৎসায় বহু বছর আগে থেকেই অ্যান্টিবডির প্রয়োগ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, ‘এই অ্যান্টিবডি মানবদেহে থাকা করোনাভাইরাসকে ঘিরে ধরবে এবং শরীর থেকে বের করে দেবে।’
বিশেষজ্ঞরা ধারণা করছেন, টিকা আবিষ্কারের আগেই করোনা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে এই পদ্ধতি। এটি সুস্থ ব্যাক্তির শরীরে প্রয়োগ করা হলে তাকে সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে না।
বাংলা/এসএ/