ছবি : সংগৃহীত
করোনাভাইসরাস থেকে নিজ কারখানার শ্রমিকদের সুরক্ষার দিতে পদক্ষেপ নেয়ার দাবি করেছে নারায়ণগঞ্জস্থ পোশাক তৈরি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শ্রমিকদের পাশাপাশি তারা জনগণের সচেতনতার জন্যও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
১৭ মে, রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুসারে আমরা আমাদের কারখানা পরিচালনা করছি। এবং এর ওপর ভিত্তি করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)-এর সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান আরো বলেন, ‘শ্রমিকদের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা একটি দল গঠন করেছি। ডাক্তার ও নার্সদের সম্বনয়ে তৈরি এ দলটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।’