evaly
  • নিজস্ব প্রতিবেদক
  • ২৩ মে ২০২০ ০১:১৯:৩৬
  • ২৩ মে ২০২০ ০৯:৩৯:৫১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের এক পরিচালক

মোরশেদুল আলম। ছবি : সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের একজন পরিচালক। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোরশেদুল আলম (৬৫) মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মোরশেদুল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালকও। গত ১৭ মে মোরশেদুল আলমসহ তাদের পাঁচ ভাই এবং একজনের স্ত্রীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়া শুরু করেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, মোরশেদুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের ‘করোনা আইসোলেশন’ ওয়ার্ডে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। তিনি আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

আপনার মন্তব্য

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.0768 seconds.