ছবি : প্রতিকী
যুক্তরাষ্ট্রে ভিডিও কলে ৯১১ জন সাক্ষী রেখে বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত ওই বাবার নাম ডুইট পাওয়ার (৭২) এবং অভিযুক্ত ছেলের নাম থমাস স্কুলি পাওয়ার (৩২)। এ ঘটনায় থমাসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
প্রত্যক্ষদর্শীরাই ফোন করে খবর দিলে পুলিশকে খবর দেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই ঘটনাটি ঘটেছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম এই সময়।
ছেলের এমন একটি ঘটনায় এলাকাটির সবাই হতবাক। জানা গেছে, সাউথ ওকস হাসপাতালের কাছেই থমাসদের বাড়ি। সেখানেই ঘরের জানলা খুলে রেখে বুদ্ধ বাবাকে হত্যা করেন থমাস। এরপর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এরপর ধাওয়া করে তাকে আকট করে পুলিশ।
তবে, আহত হওয়ায় থমাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছ, বাবার সঙ্গে ছেলের সম্পর্কের অবনতি হওয়ার কারণেই এমন ঘটনা ঘটতে পারে।
বাংলা/এনএস